Bootstrap Image Preview
ঢাকা, ০৩ রবিবার, আগষ্ট ২০২৫ | ১৯ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

টিলা ধসে দুই ভাই নিহত

ফেঞ্চুগঞ্জ (সিলেট) প্রতিনিধি:
প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০১৮, ০৪:৪৮ PM
আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৮, ০৪:৪৮ PM

bdmorning Image Preview
প্রতীকী


টানা দুই দিনের বৃষ্টিতে সিলেটের ফেঞ্চুগঞ্জে টিলা ধসে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু আপন দুই ভাই।

বুধবার (১৯ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলার মাইজগাঁও ইউপির মাইজগাঁও গ্রামের রবাই মিয়ার কলোনিতে ঘটনাটি ঘটে। নিহত শিশুরা হলো মালয়েশিয়া প্রবাসী লিয়াকত আলীর ছেলে ফাহিম মিয়া (৪) ও শাহিন মিয়া (৮)।

স্থানীয়রা জানান, বুধবার (১৯ ডিসেম্বর) সকাল থেকে ফাহিম ও শাহিনকে ঘরে না পেয়ে তাদের মা অনেক খোঁজাখুঁজি করেন। পরে সকাল ১০টার দিকে ঘরের পাশে টিলার মাটির নিচে তাদের খুঁজে পাওয়া যায়।

পরে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।স্থানীয়দের ধারণা শিশু দুটি টিলার নিচে খেলতে গিয়ে তাদের মৃত্যু হয়।

Bootstrap Image Preview