সবকিছু ঠিক থাকলে আগামী ৫ জানুয়ারি থেকে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসর। গত বারের মতো এবারও দেশের তিনটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে বিপিএল। তবে বিপিএলের ষষ্ঠ আসর সকলের আরো নজর কাড়তে নতুন কিছু সিদ্ধান্ত নিয়েছে বিপিএল কমিটি।
বিপিএলের আকর্ষণ বাড়াতে যা কিছু নতুন
১।গত বিপিএলে না থাকলেও এবারের বিপিএল মাতাতে আবারো আসছেন আমাদের সবার জনপ্রিয় ধারাভাষ্যকার ড্যানি মরিসন।
২।এবারের বিপিএল এর সম্প্রচারের দায়ীত্ব বিসিবি নিয়েছেন।
৩। প্রথমবারের মত স্পাইডার ক্যাম এর সাথে থাকছে ২৬ টি অত্যধুনিক ক্যামেরা সঙ্গে থাকছে স্পাইডার ক্যাম।
৪।প্রতি ম্যাচে একজন দেশী, একজন বিদেশী আম্পায়ার থাকবে এবং সাথে থাকবে ডি আর এস পদ্ধতি।
এদিকে বিসিবি সূত্রে জানা গেছে, বিপিএলের ষষ্ঠ আসরের জন্য নতুন করে ধার্য করা হচ্ছে না টিকিট মূল্য। এরফলে বিপিএল ২০১৭ আসরের দামেই পাওয়া যাবে আসন্ন বিপিএলের টিকিট। মোট পাঁচ পর্বে অনুষ্ঠিত হবে এবারের বিপিএল।
.
ঢাকা পর্ব দিয়ে আসরের উদ্বোধনের পর সিলেট, ঢাকা, চট্টগ্রাম ও সবশেষে ফের ঢাকা পর্ব দিয়ে পর্দা নামবে বিপিএলের ষষ্ঠ আসরের। এবারের আসরের প্রতিটি ম্যাচ ডেতে দুটি করে ম্যাচ আয়োজন করা হবে।
.
শুক্রবার ব্যতীত দিনের প্রথম খেলা দুপুর ১২.৩০ মিনিট থেকে শুরু হবে যেখানে রাতের খেলাটি মাঠে গড়াবে সন্ধ্যা ৫.২০ মিনিট থেকে। তাছাড়া ছুটির দিন শুক্রবারে দিনের প্রথম খেলা দুপুর ২টায় ও রাতের খেলা সন্ধ্যা ৭টায় আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।