Bootstrap Image Preview
ঢাকা, ০৫ মঙ্গলবার, আগষ্ট ২০২৫ | ২১ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

১৭ দিনের ছুটিতে যবিপ্রবি

যবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০১৮, ০১:৫৯ PM
আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৮, ০১:৫৯ PM

bdmorning Image Preview


পবিত্র ফাহেতা-ই-ইয়াজদাহম ও বড়দিন, শীতকালীন অবকাশ এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১৭ দিনের ছুটিতে থাকবে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)। আগামীকাল বুধবার থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও অফিস সমূহ বন্ধ থাকবে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী আহসান হাবীবের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এর আগে সোমবার (১৭ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে এক সভায় ছুটি সংক্রান্ত এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সেখানে বিশ্ববিদ্যালয়ের সব অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যান, দপ্তর প্রধান গণ উপস্থিত ছিলেন। 

বিশ্ববিদ্যালয় ১৭ দিনছুটি থাকায় শহীদ মসিয়ূর রহমান হল ও শেখ হাসিনা ছাত্রী হল ১৯ ডিসেম্বর ১২টার মধ্যে খালি করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ৪ জানুয়ারি সকাল ১০টায় হল দুটি খুলবে। ৫ জানুয়ারি থেকে ক্লাস ও পরীক্ষা সমূহ যথা নিয়মে অনুষ্ঠিত হবে।

Bootstrap Image Preview