Bootstrap Image Preview
ঢাকা, ১৫ শুক্রবার, আগষ্ট ২০২৫ | ৩০ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

আজ বিকেলে সংবাদ সম্মেলনে আসছেন ড. কামাল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০১৮, ১০:০৭ AM
আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৮, ১০:০৭ AM

bdmorning Image Preview
ফাইল ছবি


জাতীয় সংসদ নির্বাচনের আগে সংবাদ সম্মেলনে আসছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন।

আজ রবিবার বিকেল ৩টায় রাজধানীর নয়াপল্টনে ঐক্যফ্রন্টের অস্থায়ী কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

ঐক্যফ্রন্টের নেতা জাহাঙ্গীর আলম মিন্টু এ তথ্য নিশ্চিত করেছেন। তবে কোন বিষয় নিয়ে ড. কামাল সংবাদ সম্মেলনে আসছেন সে বিষয়ে তিনি কিছু জানাননি।

এর আগে গত শুক্রবার জামায়াতে ইসলামী নিয়ে প্রশ্ন করায় ক্ষিপ্ত হয়ে এক সাংবাদিককে শাসান জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ এই নেতা। ওই সাংবাদিককে ‘খামোশ’ বলার পাশাপাশি তাকে ‘চিনে রাখার’ হুমকিও দেন ড. কামাল। এ ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে ফেসবুকে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। পরে এ বিষয়ে দুঃখ প্রকাশ করে একটি বিবৃতি দেন গণফোরাম সভাপতি।

Bootstrap Image Preview