Bootstrap Image Preview
ঢাকা, ১৫ শুক্রবার, আগষ্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ভারতের কোচ হতে চেয়ে কার্স্টেনের আবেদন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০১৮, ০৩:৪৯ PM
আপডেট: ১৫ ডিসেম্বর ২০১৮, ০৩:৪৯ PM

bdmorning Image Preview


২০১১ সালে মহেন্দ্র সিংহ ধোনির বিশ্বকাপজয়ী দলের কোচ ছিলেন তিনি। সেই গ্যারি কার্স্টেনই ভারতের মহিলা দলের কোচ হতে আগ্রহী। সেই মর্মে আবেদনও করেছেন তিনি।

রমেশ পওয়ারের বিদায়ের পর ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড এখন নতুন কোচ খুঁজছে। তার জন্য আগ্রহীরা আবেদনও করেছেন। আবেদনকারীদের মধ্যে রয়েছেন মনোজ প্রভাকর, হার্শেল গিবস, ডেভ হোয়াটমোরের মতো হেভিওয়েটরা। রমেশ পওয়ার নিজেও ফের আবেদন করেছেন কোচ হতে চেয়ে। তাঁর প্রতি অধিনায়ক হরমনপ্রীত কৌর, স্মৃতি মন্ধানার মতো ক্রিকেটারদের সমর্থনও রয়েছে। কিন্তু, মিতালি রাজের সঙ্গে ঝামেলার পরিপ্রেক্ষিতে তাঁর কোচ হওয়ার রাস্তা সহজ নয়।

ক্রিকেটমহলে কোচ হিসেবে রীতিমতো সুনাম রয়েছে কার্স্টেনের। শুধু ভারতের হয়ে বিশ্বকাপই জেতেননি তিনি। দক্ষিণ আফ্রিকার কোচও ছিলেন তিনি। এই বছরই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ব্যাটিং কোচ ছিলেন তিনি। আসন্ন আইপিএলে তিনি আরসিবি-র প্রধান কোচ তিনিই হচ্ছেন। এ ছাড়া দিল্লি ডেয়ারডেভিলসেরও কোচ ছিলেন। হোবার্ট হ্যারিকেন্সেরও কোচ হিসেবে কাজ করেছেন তিনি। মহিলাদের জাতীয় দলের কোচ হলে কার্স্টেনের চুক্তির মেয়াদ হবে এক বছর। সেক্ষেত্রে আরসিবি-র কোচের পদ ছাড়তে হবে তাঁকে।

Bootstrap Image Preview