Bootstrap Image Preview
ঢাকা, ১৪ বৃহস্পতিবার, আগষ্ট ২০২৫ | ৩০ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

‘ভারত কোনো ধর্মশালা নয়,’ বাঙালিদের উদ্দেশে অমিত শাহ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০১৮, ০৭:৪৭ PM
আপডেট: ০৯ ডিসেম্বর ২০১৮, ০৭:৪৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ভারত কোনো ধর্মশালা (লঙ্গরখানা) নয় যে এখানে অবৈধ ব্যক্তিরা এসে স্থায়ীভাবে বসবাস শুরু করবে। বিজেপি সভাপতি অমিত শাহ এ কথা বলেছেন। শনিবার আসামের জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) থেকে বাদ পড়া বাঙালিদের উদ্দেশে এ মন্তব্য করেন তিনি। 

দৈনিক জাগরণ মিডিয়া গ্রুপ আয়োজিত জাগরণ ফোরামে বক্তৃতা দেয়ার সময় অমিত শাহ বলেন, এই দেশ ধর্মশালা (লঙ্গরখানা) নয় যে যেকোনো লোক এখানে এসে স্থায়ীভাবে বসবাস শুরু করতে পারে।

বিজেপি সভাপতি বলেন, অবৈধ অভিবাসীরা ভারতের জন্য হুমকি। 

তিনি বলেন, এনআরসি দেশের মৌলিক সমস্যা সমাধানের একটি উপায়। এটা কীভাবে সম্ভব যে, কেউ চাইলেই এখানে এসে স্থায়ীভাবে থাকা শুরু করলো? দেশ এভাবে চলতে পারে না। যারা এদেশের নাগরিক কেবল তাদেরই এখানে থাকার অধিকার রয়েছে।

Bootstrap Image Preview