Bootstrap Image Preview
ঢাকা, ০৪ সোমবার, আগষ্ট ২০২৫ | ২০ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

 তিনটি আসন পেলেন ইনুর জাসদ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০১৮, ০৬:৫০ PM
আপডেট: ০৯ ডিসেম্বর ২০১৮, ০৬:৫০ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় সমাজতান্ত্রিক দরের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুসহ দলটির তিনজন প্রার্থী আওয়ামী লীগের প্রতীক নৌকা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনে রবিবার দুপুরে ইনুর স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি দিয়েছেন দলটির সহ-দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন।

নৌকা প্রতীকে লড়বেন জাসদের যে তিন প্রার্থী

কুষ্টিয়া-২ আসনে হাসানুল হক ইনু, ফেনী-১ শিরীন আখতার ও বগুড়া-৪ একেএম রেজাউল করিম তানসেন।

ইসি সচিবের কাছে দেয়া চিঠিতে বলা হয়, ‘১৪ দলীয় নির্বাচনী জোটের শরিক দল হিসেবে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ও ১৪ দলীয় নির্বাচনী জোট মনোনীত অভিন্ন প্রার্থীদের জন্য বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক নৌকা জাসদের উপরোক্ত নেতৃবৃন্দকে বরাদ্দ দেয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

Bootstrap Image Preview