Bootstrap Image Preview
ঢাকা, ০৩ রবিবার, আগষ্ট ২০২৫ | ১৯ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

খাবার না পেয়ে ক্ষুধার জ্বালায় নিজের পা খেল পোষ্য কুকুর!

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০১৮, ১২:৫২ PM
আপডেট: ০৯ ডিসেম্বর ২০১৮, ১২:৫৩ PM

bdmorning Image Preview


মর্মান্তিক এক ঘটনা ঘটেছে আমেরিকার দক্ষিণ ক্যারোলিনায়। টানা কয়েকদিন কোন খাবার না পেয়ে ক্ষুধার জ্বালায় নিজের পা খেল একটি পোষ্য কুকুর। কুকুরটির বয়স ৬ বছর।

দক্ষিণ ক্যারোলিনায় বাসিন্দা জেসিকা জেমস (৩২) ও স্কাইলার ক্রাপ্ট (৩৮) শখ করে কিনেছিল কুকুরটি। কিন্তু কেনার পর কোন যত্ন নিতনা তার। ঠিক মত দিত না কোন খাবারও। একপর্যায়ে খাবার দেওয়াই বন্ধ করে কুকুরটির।

টানা কয়েকদিন চিকিৎসা দেওয়ার পর সুস্থ হয়ে ফিরছে কুকুরটি। কুকুরটির এখন নাম রাখা হয়েছে 'লুক'।

এক উদ্ধারকর্মী জানান, খাবার না পেয়ে কুকুরটির প্রায় মারা যাচ্ছিলো। দাঁড়ানোর মত শক্তিও ছিল না কুকুরটি। তবে বর্তমানে বেশ ভাল আছে কুকুরটি। কুকুরটি মালিকের বিরুদ্ধে ইতিমধ্যে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়।

Bootstrap Image Preview