Bootstrap Image Preview
ঢাকা, ১৪ বুধবার, মে ২০২৫ | ৩১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

শুনানিতে স্থগিত কাদের সিদ্দিকীর মনোনয়ন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০১৮, ০১:৪৭ PM
আপডেট: ০৮ ডিসেম্বর ২০১৮, ০১:৪৭ PM

bdmorning Image Preview


একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে করা আপিলের শুনানি শেষে বাংলাদেশ কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর মনোনয়ন স্থগিত রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। যাচাই বাছাই করে পরে সিদ্ধান্ত জানানো হবে বলে জানা গেছে।

শনিবার সকালে আপিল শুনানির পর নির্বাচন কমিশন (ইসি) এ সিদ্ধান্ত নেয়।

 

এর ফলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কাদের সিদ্দিকী লড়তে পারবেন কি না, তা এখনো স্পষ্ট নয়। তবে কাদের সিদ্দিকীর মেয়ে কুঁড়ি সিদ্দিকী টাঙ্গাইল-৮ আসন থেকে প্রার্থী হয়েছেন।

গত ২ ডিসেম্বর খেলাপি ঋণ থাকার কারণে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিল করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা। এর বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন তিনি।

জাতীয় ঐক্যফন্টের প্রার্থী কাদের সিদ্দিকী টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) এবং টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

আপিল শুনানিতে গতকাল বৃহস্পতিবার ও শুক্রবার এ দুই দিনে ১৫৮ জন প্রার্থিতা ফেরত পেয়েছেন আর বাতিল বা খারিজ হয়েছে ১৪১ জনের এবং বাকি ১১টি আবেদন স্থগিত রাখা হয়।

এদিকে, শনিবার ৩১১ থেকে ৫৪৩ নম্বর পর্যন্ত অর্থাৎ ২৩৩ জনের আপিল আবেদনের শুনানি হচ্ছে। আগামী ৯ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহার আর প্রতীক বরাদ্দ দেয়া হবে ১০ ডিসেম্বর। নির্বাচন অনুষ্ঠিত হবে ৩০ ডিসেম্বর।

Bootstrap Image Preview