Bootstrap Image Preview
ঢাকা, ১৯ মঙ্গলবার, আগষ্ট ২০২৫ | ৩ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

এক সপ্তাহের মধ্যে শ্রীলঙ্কার রাজনৈতিক সংকটের সমাধান হবে: প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ০৭ ডিসেম্বর ২০১৮, ০৬:৪৫ PM
আপডেট: ০৭ ডিসেম্বর ২০১৮, ০৬:৪৫ PM

bdmorning Image Preview


আগামী এক সপ্তাহের মধ্যে শ্রীলঙ্কার রাজনৈতিক সংকটের সমাধান হবে বলে মন্তব্য করেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা। সিরিসেনার মনোনীত প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসেকে দেশটির একটি আদালত সাময়িক বরখাস্তের পর বুধবার তিনি এ কথা বলেন।

এক বিবৃতিতে সিরিসেনা বলেন, ‘শান্তির জন্য আমি সব রাজনৈতিক দলের প্রতি সহযোগিতার হাত বাড়াচ্ছি। আসন্ন দিনগুলোতে নেওয়া সিদ্ধান্তের ফলে শ্রীলঙ্কার জনগণ উপকৃত হবে।’

গত ২৬ অক্টোবর রনিল বিক্রমাসিংহেকে বরখাস্ত করেন এবং সাবেক প্রেসিডেন্ট রাজাপাকসেকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন সিরিসেনা। কিন্তু তার এ সিদ্ধান্ত পার্লামেন্ট ও আদালতে চ্যালেঞ্জের মুখে পড়েছে। পার্লামেন্টে দুই দুইবার বিক্রমাসিংহের পক্ষে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণিত হয়। তবু সিরিসেনা সেই ফলাফল মানতে অস্বীকার করেন।

Bootstrap Image Preview