Bootstrap Image Preview
ঢাকা, ২৬ মঙ্গলবার, আগষ্ট ২০২৫ | ১১ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

পথচলার দুই বছর পার করলো ঢাকা ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০১৮, ০৬:০৯ PM
আপডেট: ০৬ ডিসেম্বর ২০১৮, ০৬:১১ PM

bdmorning Image Preview


'টেকসই উন্নয়নে তারুণ্যের গবেষণা' স্লোগানকে সামনে নিয়ে ঢাকা ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) সকালে টিএসসি মাঠে ২য় বর্ষপূর্তি পালন করা হয়। কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন- রিসার্চ সোসাইটির প্রধান পৃষ্ঠপোষক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামান।

ঢাকা ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটির জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, তরুণদের গবেষণার জন্য এধরনের প্ল্যাটফর্ম আমাদের গবেষণা কর্মকাণ্ডকে আরো বোগবান করবে। আমি সাধুবাদ জানাই তোমাদের এমন উদ্যােগর। বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবরের মতোই তোমাদের সার্বিক সহযোগিতা করবে৷

উপাচার্য বলেন, বিভিন্ন আবিস্কার নিয়ে যেভাবে উৎসব করা হয় ঠিক একইভাবে গবেষণার ধারণা, আইডিয়া এবং গবেষণাকর্ম নিয়ে আমরা ফেস্ট বা উৎসব করার কথা ভাবছি৷ নতুন নতুন জ্ঞান সৃষ্টি করে তা পাবলিক করতে হবে৷ গবেষণার ব্যাপারগুলো নিজের মধ্যে রেখে দিলে হবে না৷ তা সম্প্রচার করতে হবে, মানুষকে জানান দিতে হবে৷ সচেতন করতে হবে। অসাম্প্রদায়িক, উন্নত বাংলাদেশ বিনির্মাণে তারুণ্যের ভূমিকা মুখ্য।

ঢাবি ভিসি বলেন, শতবর্ষকে কেন্দ্র করে গবেষণার কাজকে আরো বেশি সমৃদ্ধ করতে আমরা বহুমুখী উদ্যােগ গ্রহণ করছি৷ এ বিষয়ে আমি বিভিন্ন অনুষদের ডীনদের সঙ্গে কথা বলছি।

রিসার্চ সোসাইটিকে শুভেচ্ছা জানিয়ে আরো বক্তব্য রাখেন- টিএসসির উপদেষ্টা অধ্যাপক ড. সৌমিত্র শেখর, মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক এবং ঢাকা ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটির মডারেটর ড. মোহাম্মদ মনজুরুল করিম, বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান ও রিসার্চ সোসাইটির অন্যতম মডারেটর ড. ফাজরিন হুদা৷

ঢাকা ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটির প্রতিষ্ঠাতা ও সভাপতি সাইফুল্লাহ সাদেকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- সংগঠনের নির্বাহী সদস্যবৃন্দ, সংগঠনের ২০টি রিসার্চ টিমের রিসার্চ ম্যানেজার, সমন্বয়ক ও তরুণ গবেষকরা।

প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানান- টিএসসি ভিত্তিক সংগঠন 'স্লোগান একাত্তর'র সভাপতি কাজী সুজন মিয়া, নাট্য সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি সানোয়ারুল হক সনি, ঢাকা ইউনিভার্সিটি সায়েন্স সোসাইটির সাধারণ সম্পাদক প্রত্যাশাসহ টিএসসি ভিত্তিক বিভিন্ন সংগঠন রিসার্চ।

কেক কেটে উদ্বোধন শেষে গবেষণার বিভিন্ন বিষয়ে সচেতনতা তৈরি সম্বলিত প্লেকার্ড নিয়ে একটি র‍্যালি কলাভবন, লাইব্রেরি ঘুরে টিএসসিতে এসে শেষ হয়।

এ ছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে 'জীবনের মূল্য'- শীর্ষক একটি অনুপ্রেরণামূলক সেমিনার ও গবেষণা পোস্টার প্রেজেন্টেশন। ১৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে তরুণ মুক্তিযুদ্ধ গবেষক সম্মাননা অনুষ্ঠান এবং ১৭ ডিসেম্বর আয়োজন করা হবে গবেষণার উপর ফ্রি ওয়ার্কশপ। এ ছাড়া প্রকাশ করা হবে রিসার্চ সোসাইটির গবেষণাসমৃদ্ধ পত্রিকা (বিনির্মাণ)।

৬ ডিসেম্বর ২০১৬ সালে ইতিহাস বিভাগের এমফিল গবেষক সাইফুল্লাহ সাদেকের হাতধরে যাত্রা শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটি। "Research for a better world" মটো নিয়ে অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে এই সংগঠন।

শিক্ষার্থীদের গবেষণায় উদ্বদ্ধ করার লক্ষ্যে সংগঠনের নিয়মিত কাজ করে থাকে আয়োজনগুলো হলো- নিয়মিত টিম মিটিং, সম্মিলিত ও ব্যক্তিগত পর্যায়ে গবেষণামূলক কাযক্রম পরিচালনা নিয়মিত সাপ্তাহিক গবেষণা সেশন, মাসিক গবেষণা অনুষ্ঠান (মিট দ্য রিসার্চার), দক্ষতা উন্নয়নে দীর্ঘ ও স্বল্প মেয়াদী কর্মশালার আয়োজন, শিক্ষার্থীদের থিসিস ও গবেষণা মনোগ্রাফ, প্রপোজাল তৈরির জন্য বিশেষ প্রশিক্ষণ আয়োজন, জাতীয় ও আন্তর্জাতিক গবেষণা সেমিনার, সম্মেলন, যুব গবেষক সম্মেলন, স্কুল-কলেজ ভিত্তিক গবেষণা সম্মেলন, গবেষণা উৎসব, ধারণাপত্র প্রতিযোগিতা ও পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতা ইত্যাদি আয়োজন, বিভিন্ন ক্ষেত্রে গবেষণা পরিচালনার স্বার্থে খ্যাতিমান গবেষক, স্কলার, বিজ্ঞানী, শিক্ষক, বিশেষজ্ঞ, নীতি নির্ধারক এবং অন্যান্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক স্থাপন করা, শিক্ষার্থীদের ইন্টার্নশীপে সুপারিশ, ফেলোশিপ বা স্বেচ্ছাসেবী অভিজ্ঞতা ইত্যাদি মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে চাকরির অভিজ্ঞতা পেতে সহায়তা করা, দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠান, গবেষণা সংগঠনগুলোর সঙ্গে সম্পর্ক স্থাপন ও সমন্বয় করে বিভিন্ন আয়োজন করা, নিয়মিত গবেষণামূলক ষান্মাসিক পত্রিকা (বাংলা, ইংরেজি) এবং শিক্ষার্থীদের নিয়ে গবেষণা জার্নাল প্রকাশ।

Bootstrap Image Preview