Bootstrap Image Preview
ঢাকা, ১১ সোমবার, আগষ্ট ২০২৫ | ২৭ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বেনাপোলে ৫০০ গ্রাম হেরোইন জব্দ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ ডিসেম্বর ২০১৮, ০৯:১৯ PM
আপডেট: ০৫ ডিসেম্বর ২০১৮, ০৯:১৯ PM

bdmorning Image Preview


যশোরের বেনাপোল সীমান্ত এলাকা থেকে ৫০ লক্ষ টাকা মূল্যের ৫০০ গ্রাম হেরোইন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। তবে এসময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।

বুধবার (৫ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় বেনাপোল সীমান্তের বড়আচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে ৪৯ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা হেরো জব্দ করে।

বিজিবি সূত্রে জানা যায়, বেনাপোল সীমান্ত পথে ভারত থেকে হেরোইনের একটি চালান প্রবেশ করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সীমান্তে অভিযান চালালে পাচারকারীরা একটি পলিথিনের ব্যাগ ফেলে পালিয়ে যায়। এসময় ব্যাগের মধ্য থেকে ৫০০ গ্রাম হেরোইন পাওয়া যায়।

৪৯ ব্যাটালিয়ন বিজিবির চেকপোস্ট আইসিপি ক্যাম্পের নায়েব সুবেদার কাশেম বিষয়টি নিশ্চিত করে বলেন, জব্দ হওয়া মাদকদ্রব্য বেনাপোল পোর্ট থানায় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Bootstrap Image Preview