Bootstrap Image Preview
ঢাকা, ০৪ সোমবার, আগষ্ট ২০২৫ | ১৯ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বিএনপি প্রার্থী হেলালের বিরুদ্ধে ১০১ মামলা!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০১৮, ১০:৫২ PM
আপডেট: ০৩ ডিসেম্বর ২০১৮, ১০:৫২ PM

bdmorning Image Preview


খুলনা প্রতিনিধিঃ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় রয়েছেন বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী। তাদের মধ্যে হলফনামায় দেওয়া তথ্য অনুযায়ী মামলায় এগিয়ে রয়েছেন বিএনপির কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি আজিজুল বারী হেলাল।

নির্বাচন কমিশনে দেয়া হলফনামা অনুযায়ী মামলায় দিকে শীর্ষে রয়েছেন খুলনা-৪ আসনে বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি আজিজুল বারী হেলাল। তার বিরুদ্ধে বর্তমানে ১০১টি মামলা রয়েছে। তিনটি মামলায় অব্যাহতি পেয়েছেন তিনি।

জানা যায়, হেলাল মৃত্তিকা বিজ্ঞানে স্নাতক উত্তীর্ণ। পেশা হিসেবে উল্লেখ করেছেন ব্যবসা, ঠিকাদারি, সরবরাহকারী উল্লেখ করেছেন। এ থেকে তার বার্ষিক আয় তিন লাখ ৮৮ হাজার টাকা। এ ছাড়া কৃষিখাত থেকে বছরে ১২ হাজার টাকা আয় তার।

খুলনা জেলা নির্বাচন অফিসের তথ্যানুযায়ী, খুলনা-৪ (রূপসা-দিঘলিয়া-তেরখাদা) আসনের রূপসা উপজেলায় মোট ভোটার এক লাখ ৩৬ হাজার ৮৬৯ জন, দিঘলিয়া উপজেলায় মোট ভোটার ৮৬ হাজার ২৪৪ জন এবং তেরখাদা উপজেলায় মোট ভোটার ৮৭ হাজার ১০ জন।

Bootstrap Image Preview