Bootstrap Image Preview
ঢাকা, ১১ সোমবার, আগষ্ট ২০২৫ | ২৭ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ফেনীতে মোবাইল বিস্ফোরণে কলেজছাত্র নিহত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ ডিসেম্বর ২০১৮, ০৭:২৩ PM
আপডেট: ০২ ডিসেম্বর ২০১৮, ০৭:২৩ PM

bdmorning Image Preview


ফেনীর বিসিক শিল্প নগরীর চাড়িপুর এলাকায় মোবাইল ফোন বিস্ফোরণে স্বপ্নীল মজুমদার (১৭) নামে এক কলেজছাত্র দগ্ধ হয়ে নিহত হয়েছেন।

রবিবার (২ ডিসেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। স্বপ্নীলের বাবা সুমন মজুমদার। সে পাঁচগাছিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হারুন মজুমদারের নাতি।

পাঁচগাছিয়া বাজারের ইউপি সদস্য মো. বাচ্চু মিয়া জানান, স্বপ্নিল মোবাইল ফোনে চার্জ দিয়ে সুইচ অন করার পর মোবাইলটি বিস্ফোরণ ঘটে। এতে স্বপ্নীল গুরুত্বর আহত হয়।

প্রথমে তাকে ফেনী সদর হাসপাতালে নেয়া হয় পরবর্তীতে সেখান থেকে তাকে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

Bootstrap Image Preview