Bootstrap Image Preview
ঢাকা, ১২ মঙ্গলবার, আগষ্ট ২০২৫ | ২৮ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রেকর্ড গড়েছে মিশেল ওবামার বই ‘বিকামিং'

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ ডিসেম্বর ২০১৮, ০৩:৫৬ PM
আপডেট: ০২ ডিসেম্বর ২০১৮, ০৩:৫৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


সম্প্রতি প্রকাশিত হয়েছে সাবেক মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামার আত্মজীবনীমূলক বই ‘বিকামিং’। প্রকাশের প্রথম ১৫ দিনেই বছরের সর্বোচ্চ বিক্রির রেকর্ড গড়েছে এটি। শুধুমাত্র যুক্তরাষ্ট্র ও কানাডায় এরই মধ্যে ২০ লাখেরও বেশি কপি বিক্রি হয়েছে বলে জানিয়েছে প্রকাশক প্রতিষ্ঠান পেঙ্গুইন র‌্যান্ডম হাউস। খবর বিবিসির।

পেঙ্গুইন র‌্যান্ডম হাউসের সূত্র দিয়ে বিবিসি জানিয়েছে, মিশেল ওবামার আত্মজীবনী ‘বিকামিং’ যুক্তরাষ্ট্র ও কানাডা ছাড়াও অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, কোরিয়া ও দক্ষিণ আফ্রিকাতেও বিক্রির শীর্ষে রয়েছে। সর্বমোট ৩১টি ভাষায় প্রকাশিত হয়েছে ‘বিকামিং’।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার স্ত্রী মিশেল ওবামার আত্মজীবনীতে প্রথম আফ্রিকান-আমেরিকান ফার্স্টলেডি হিসেবে হোয়াইট হাউসে কাটানো তার সময়ের কথা উঠে এসেছে। বইটিতে বারাক ওবামার সঙ্গে তার বিয়ে নিয়ে সৃষ্ট জটিলতা, গর্ভপাতের জটিলতা সামলানোর অভিজ্ঞতা এবং পরে দুই সন্তান মালিয়া ও শাসাকে জন্ম দেয়াসহ নানা বিষয় উঠে এসেছে। এছাড়া বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন সমালোচনাও করেছেন মিশেল।

বইটি প্রকাশের পরই ক্রেতারা হুমড়ি খেয়ে পড়েন। উত্তর আমেরিকায় বইটি প্রকাশের প্রথম দিনে প্রতি নয় সেকেন্ডে একটি করে বই বিক্রি হয়। বইটি সাধারণ জনগণ এবং গণমাধ্যম ভালোভাবে নিয়েছে বলেও জানিয়েছে প্রকাশকারী সংস্থা। বইটিকে মুক্তার পালকে জড়ানো স্মৃতিকথা হিসেবে উল্লেখ করেছে গার্ডিয়ান। যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বই বিক্রির দোকান বার্নেস এন্ড নোবেল জানিয়েছে, প্রকাশের পর প্রথম সপ্তাহে চলতি বছরের সর্বাধিক বিক্রি হয়েছে বইটি।

Bootstrap Image Preview