Bootstrap Image Preview
ঢাকা, ১২ মঙ্গলবার, আগষ্ট ২০২৫ | ২৮ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

আফগানিস্তানে মার্কিন হামলায় শিশু ও নারীসহ নিহত ২৩

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০১৮, ০৫:২৪ PM
আপডেট: ০১ ডিসেম্বর ২০১৮, ০৫:২৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


আফগানিস্তানে মার্কিন বিমান হামলায় অন্তত ২৩ জনের প্রাণহানি ঘটেছে। জাতিসংঘের বিবৃতিতে বলা হয়েছে, নিহতদের মধ্যে ১০ জন শিশু এবং ৮ জন নারী রয়েছে। 

জাতিসংঘ বলছে, গত মঙ্গলবার হেলমান্দ প্রদেশে ওই হামলা চালানো হয়। হতাহতদের বেশিরভাগই নারী ও শিশু। তালেবান জঙ্গিদের সঙ্গে আফগান সেনাদের সংঘর্ষের সময় বেসামরিক লোকদের ওপর নির্বিচারে বোমাবর্ষণ করা হয়। 

এদিকে, মার্কিন নেতৃত্বাধীন জোট বলছে, তালেবানদের লক্ষ্য করে হামলা চালানো হয়। তবে সেখানে বেসামরিক লোকের উপস্থিতি সম্পর্কে জানা ছিল না। এ বিষয়ে তদন্ত চলছে।

Bootstrap Image Preview