Bootstrap Image Preview
ঢাকা, ১১ রবিবার, মে ২০২৫ | ২৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মাদারীপুরে নিষিদ্ধ যৌন উত্তেজক ওষুধসহ আটক ৩

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ নভেম্বর ২০১৮, ০৬:২৯ PM
আপডেট: ৩০ নভেম্বর ২০১৮, ০৬:২৯ PM

bdmorning Image Preview
প্রতীকী


মাদারীপুর সদর থানার পুরান বাজার এলাকায় অভিযান চালিয়ে ৪২১ বোতল নিষিদ্ধ ও মানবদেহের জন্য ক্ষতিকর যৌন উত্তেজক ওষুধসহ ৩ জনকে আটক করেছে র‌্যাব।

শুক্রবার (৩০ নভেম্বর) দুপুরে তাদের আটক করা হয়। আটকৃতরা হলেন- রিপন মন্ডল (৩২), মোঃ জাহাঙ্গীর সর্দার(৩০), বিশ্বজিৎ রায় চৌধুরী।

আটককৃতদেরকে জিজ্ঞাসাবাদে ও স্থানীয় লোকজনের বরাত দিয়ে র‌্যাব-৮ মাদারীপুরের অধিনায়ক রইচ উদ্দিন জানান, এরা পেশাদার নিষিদ্ধ যৌন উত্তেজক ওষুধ ব্যবসায়ী এবং তারা দীর্ঘদিন যাবত গোপনে নিষিদ্ধ যৌন উত্তেজক ওষুধ সামগ্রী বিভিন্ন এলাকায় বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। এই সংবাদের ভিত্তিতেই গোপনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

উদ্ধারকৃত নিষিদ্ধ যৌন উত্তেজক ওষুধসহ আসামিদেরকে মাদারীপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে। মাদারীপুর সদর থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

Bootstrap Image Preview