Bootstrap Image Preview
ঢাকা, ৩০ শনিবার, আগষ্ট ২০২৫ | ১৪ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

৯১ লাখ টাকার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ৩০ নভেম্বর ২০১৮, ১২:৫৫ PM
আপডেট: ৩০ নভেম্বর ২০১৮, ১২:৫৫ PM

bdmorning Image Preview


ভোলায়  ৯১ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার (২৯ নভেম্বর) ইলিশা ঘাট এলাকায় অভিযান চালিয়ে এ  অবৈধ কারেন্ট জাল জব্দ করে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের একটি টিম।

বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনী দক্ষিণ জোন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিসিজি বেইস ভোলার একটি দল ভোলা সদর উপজেলার ইলিশা ঘাট এলাকায় অভিযান চালায়। এ সময় সেখান থেকে ২ লাখ ৬০ হাজার মিটার নতুন কারেন্ট জাল জব্দ করে। জব্দকৃত কারেন্ট জালের আনুমানিক মূল্য ৯১ লাখ টাকা। যা পরবর্তীতে উপজেলা নির্বাহী এবং মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ভষ্ম করা হয়।

বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের কমান্ডারের পক্ষে লেঃ কমান্ডার নুরুজ্জামান শেখ এ তথ্য জানান। কোস্টগার্ডের এ ধরনের অভিযান আগামীতেও পরিচালিত হবে বলে জানান তিনি। 

Bootstrap Image Preview