Bootstrap Image Preview
ঢাকা, ১২ মঙ্গলবার, আগষ্ট ২০২৫ | ২৭ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ইয়েমেনে হামলায় সৌদিকে সহায়তা দেবে না যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০১৮, ০৪:৫২ PM
আপডেট: ২৯ নভেম্বর ২০১৮, ০৪:৫২ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ইয়েমেনে হামলায় সৌদি আরবের নেতৃত্বে জোটকে আর কোনও সহায়তা দেবে না যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বুধবার মার্কিন সিনেটে এ সংক্রান্ত একটি সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

ইয়েমেনে হামলায় সৌদি আরবকে সহায়তা না দেয়ার প্রস্তাবটি ৬৩-৩৭ ভোটে পাস হয়। ফলে সৌদি নেতৃত্বাধীন জোটকে আর কোনও সহায়তা দেবে না যুক্তরাষ্ট্র সরকার।

প্রস্তাব পাসের আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এবং প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস সৌদিকে সহায়তা না দেয়ার পক্ষে ভোট দিতে আহ্বান জানান। তারা বলেন, সৌদিকে সহায়তা দিলে ইয়েমেনের অবস্থা আরও খারাপ হবে।

বলা হচ্ছে, যুক্তরাষ্ট্রে বসবাসকারী সৌদি সাংবাদিক জামাল খাশোগিকে খুন করায় এমন সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রের সিনেটররা।

২ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলে সৌদি দূতাবাসে জামাল খাশোগি খুন হয়। এরপরই ব্যাপক সমালোচনার মুখে পড়ে সৌদি আরব। শুরুতে অবশ্য খাশোগি খুনের ঘটনায় তাদের কোনও সংশ্লিষ্টতা নেই বলে জানায় রিয়াদ। কিন্তু অবশেষে সম্পৃক্ততা স্বীকার করে তারা।

Bootstrap Image Preview