Bootstrap Image Preview
ঢাকা, ১৩ বুধবার, আগষ্ট ২০২৫ | ২৯ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

‘এরশাদ ভালো আছেন, সিঙ্গাপুর যাচ্ছেন না’

বিডিমর্নিং ডেস্ক-
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০১৮, ১১:০৬ PM
আপডেট: ২৮ নভেম্বর ২০১৮, ১১:০৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার বলেছেন, হুসেইন মুহম্মদ এরশাদ ভালো আছেন, সুস্থ্য আছেন। তিনি নিয়মিত চিকিৎসায় সিএমএইচে আছেন। দু’এক দিনের মধ্যেই তিনি বাসায় ফিরবেন।

বুধবার জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে এক অনির্ধারিত ব্রিফিংএ তিনি এ কথা জানান।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রুহুল আমিন হাওলাদার বলেন, হুসেইন মুহম্মদ এরশাদ দীর্ঘদিন ধরেই সিঙ্গাপুরে চিকিৎসা নেন। কিন্তু বর্তমান অবস্থায় তার সিঙ্গাপুরের চিকিৎসা নেয়ার দরকার নেই। তিনি সিঙ্গাপুরে যাচ্ছেন না।

জাতীয় পার্টির মহাসচিব বলেন, একটি কুচক্রি মহল হীন উদ্দেশ্যে জাতীয় পার্টির বিরুদ্ধে মনোনয়ন বানিজ্যের অপপ্রচার চালাচ্ছে। যার সাথে সত্যের কোনো সম্পর্ক নেই, অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। চক্রটি কিছু মানুষকে ভাড়া করে এনে জাতীয় পার্টির নেতাদের বিরুদ্ধে বিষোদগার করছে। জাতীয় পার্টি একটি বড় দল, সবাইকে মনোনয়ন দেয়া সম্ভব না। আবার মহাজোটের কথা বিবেচনায় রেখেও, ছাড় দিতে হচ্ছে। তাই অনেকেই মনোনয়ন না পেয়ে, ক্ষোভে অসত্য এবং বানোয়াট অভিযোগ তুলছেন।

‘জাতীয় পার্টির শীর্ষ নেতাদের চরিত্রহননের অপচেষ্টা চালাচ্ছে। তবে, এবার মানুষের মাঝে গ্রহণযোগ্যতা আছে, নির্বাচনের সামর্থ আছে এবং জয়ী হবার সম্ভাবনা আছে তাদেরই মনোনয়ন দেয়া হয়েছে জাতীয় পার্টি থেকে’ এ কথাও বলেন রুহুল আমিন হাওলাদার।

এ পর্যন্ত ২২০ জনকে জাতীয় পার্টির পক্ষ থেকে মনোনয়নের চিঠি দেয়া হয়েছে জানিয়ে রুহুল আমিন হাওলাদার বলেন, মহাজোটের বিষয়টি আলাপ-আলোচনার মাধ্যমে অনেক দূর এগিয়েছে। মহাজোটে কোন বিভ্রান্তি নেই। জাতীয় পার্টি মহাজোটের অংশ হিসেবেই নির্বাচনে অংশ নেবে।

Bootstrap Image Preview