Bootstrap Image Preview
ঢাকা, ১২ মঙ্গলবার, আগষ্ট ২০২৫ | ২৭ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সৌদি যুবরাজের সঙ্গে দেখা করবেন না ট্রাম্প

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০১৮, ০৪:১৪ PM
আপডেট: ২৮ নভেম্বর ২০১৮, ০৪:১৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


আর্জেন্টিনায় অনুষ্ঠেয় জি-২০ সম্মেলনের সময় সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমানের সঙ্গে আনুষ্ঠানিক কোনো সাক্ষাৎ করবেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি সারাহ হাকাবি স্যান্ডার্স বলেছেন, জি-২০ সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্পের অনেক কর্মসূচি রয়েছে এবং তিনি অনেক বেশি ব্যস্ত থাকবেন। সে কারণে আর কোনো কর্মসূচি হাতে নেয়া সম্ভব হবে না। খবর পলিটিকোর।

সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ড নিয়ে যখন সারা বিশ্ব থেকে সৌদি আরবকে সমর্থন না করার জন্য যুক্তরাষ্ট্রের ওপর চাপ সৃষ্টি হয়েছে, তখন হোয়াইট হাউসের পক্ষ থেকে এ ঘোষণা দেয়া হল।

মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনও বলেছেন, জি-২০ সম্মেলনের সময় চীন, জাপান, জার্মানি, আর্জেন্টিনা, ভারত ও দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন দেশের নেতার সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের বৈঠক করার কথা রয়েছে।

সম্মেলনে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও বৈঠক করবেন ট্রাম্প।

Bootstrap Image Preview