Bootstrap Image Preview
ঢাকা, ০৫ মঙ্গলবার, আগষ্ট ২০২৫ | ২১ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ডার্ক সার্কেল দূর করে দুধের প্যাক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ নভেম্বর ২০১৮, ০১:৫৯ PM
আপডেট: ২৭ নভেম্বর ২০১৮, ০১:৫৯ PM

bdmorning Image Preview


পুরো চেহারাই মলিন দেখায় যদি থাকে ডার্ক সার্কেল। ডার্ক সার্কেল থেকে মুক্তি পেতে নিয়মিত ঘুমের বিকল্প নেই। এছাড়া ঘরোয়া উপায়ে করতে পারেন রূপচর্চা। দুধের প্যাক নিয়মিত ব্যবহার করলে ধীরে ধীরে কমে যাবে ডার্ক সার্কেল।

গোলাপজল ও দুধ-

সমপরিমাণ গোলাপজল ও ঠাণ্ডা দুধ একসঙ্গে মিশিয়ে নিন। তুলার টুকরা ভেজান মিশ্রণে। নিংড়ে অতিরিক্ত দ্রবণ ফেলে চোখের নিচে দিয়ে রাখুন। ২০ মিনিট পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন ত্বক।

কাঠবাদাম ও দুধ-

মুঠোভর্তি কাঠবাদাম সারারাত পানিতে ভিজিয়ে রাখুন। পরদিন বেটে আধা চা চামচ ঠাণ্ডা দুধ মিশিয়ে নিন। মিশ্রণটি চোখের নিচে দিয়ে রাখুন কয়েক মিনিট। ঠাণ্ডা পানির ঝাপটায় ধুয়ে ফেলুন।

দুধ ও মধু-

১ চা চামচ অপরিশোধিত মধুর সঙ্গে সমপরিমাণ ঈষদুষ্ণ দুধ মিশিয়ে নিন। মিশ্রণটি চোখের আশেপাশের সঙ্গে ঘষে ঘষে লাগান। কিছুক্ষণ অপেক্ষা করে ধুয়ে ফেলুন।

শসা ও দুধ-

১ টেবিল চামচ কাঁচা দুধের সঙ্গে ১ চা চামচ শসার রস ও কয়েক ফোঁটা লেবুর রস মেশান। মিশ্রণটি চোখের আশেপাশের অংশে লাগিয়ে রাখুন। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন।

Bootstrap Image Preview