Bootstrap Image Preview
ঢাকা, ১২ মঙ্গলবার, আগষ্ট ২০২৫ | ২৮ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মনোনয়ন পেয়ে হাজী সেলিমের ডিজে নৃত্য, ভিডিও ভাইরাল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০১৮, ০৮:৩৬ PM
আপডেট: ২৬ নভেম্বর ২০১৮, ০৮:৩৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত


আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা- ৭ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়ার পর বর্তমান এমপি হাজী মোহাম্মদ সেলিমের ডিজে নাচের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে ইউটিউবসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে।

রবিবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে বিরাট বহর নিয়ে দলীয় মনোনয়ন এর চিঠি সংগ্রহ করেন তিনি। অসুস্থ থাকায় তার মনোনয়ন পাওয়া নিয়ে অনিশ্চয়তা ছিল।

দলীয় মনোনয়ন পাওয়ার পরই একটি ঘরোয়া অনুষ্ঠানে নেতাকর্মীদের নিয়ে উল্লাস প্রকাশ করেন হাজী সেলিম।

এসময় গানের তালে তাকে নাচতে দেখা যায়। ঐ অনুষ্ঠানের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

প্রসঙ্গত, ঢাকা-৭ আসনেও দু’জন আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। বর্তমান এমপি হাজী মোহাম্মদ সেলিম অসুস্থ হওয়ায় তার পাশাপাশি ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাজী আবুল হাসনাতকেও মনোনয়নের চিঠি দেওয়া হয়েছে।

Bootstrap Image Preview