Bootstrap Image Preview
ঢাকা, ১৪ বৃহস্পতিবার, আগষ্ট ২০২৫ | ২৯ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

তুরস্কে সামরিক হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০১৮, ০৭:৫১ PM
আপডেট: ২৬ নভেম্বর ২০১৮, ০৭:৫১ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


তুরস্কের রাজধানী ইস্তম্বুলে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চার সেনা সদস্য নিহত হয়েছেন বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে। এছাড়া এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

সোমবার দেশটির বৃহত্তম এ শহরের সানখাকথেপে জেলার আবাসিক এলাকায় এ বিধ্বস্তের ঘটনা ঘটে।

এ ব্যাপারে সংবাদমাধ্যম বলছে, আবাসিক এলাকার অ্যাপার্টমেন্টগুলোর পাশে রাস্তায় প্রস্তুতকারী কোম্পানি সিকোরস্কির ওই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এসময় একটি অ্যাপার্টমেন্টের ছাদে ধাক্কা লেগে হেলিকপ্টারটি নিচে পড়ে বলে কর্তৃপক্ষ বলছে।

এদিকে যেখানে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে, সেখানে সামরিক কর্মকর্তাদের উপস্থিতি ছিল। কর্তৃপক্ষ বলছে, হেলিকপ্টারটি অবতরণ করার আগ মুহূর্তে যান্ত্রিক ত্রুটিতে পড়ে বিধ্বস্ত হয়েছে। এছাড়া এটি একটি প্রশিক্ষণ ফ্লাইট ছিল।

Bootstrap Image Preview