Bootstrap Image Preview
ঢাকা, ০৫ মঙ্গলবার, আগষ্ট ২০২৫ | ২০ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

জয়পুরহাটে নির্বাচনী প্রশিক্ষণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

আল মামুন, জয়পুরহাট প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০১৮, ০৭:৩৯ PM
আপডেট: ২৬ নভেম্বর ২০১৮, ০৭:৩৯ PM

bdmorning Image Preview


“শান্তি জিতলে, জিতবে দেশ”- এই শ্লোগান নিয়ে ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সকল দলের রাজনৈতিক নেতাকর্মী, সু-শীল সমাজের ব্যক্তিবর্গ ও সাংবাদিকদের নিয়ে জয়পুরহাটে দিনব্যাপী শান্তিতে বিজয়, নির্বাচনী প্রশিক্ষণ  বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ নভেম্বর) দুপুরে স্থানীয় একটি চাইনিজ রেস্টুরেন্টে ডেমক্রেসি ইন্টারন্যাশনাল এর উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়।

অনুষ্ঠিত সেমিনারে বক্তব্য রাখেন, জয়পুরহাট জেলা পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান, বিশিষ্ট শিক্ষাবিদ ড. আব্দুল হাই ও ডেমক্রেসি ইন্টারন্যাশনালের রাজশাহী বিভাগের আঞ্চকি পরিচালক আফসানা বেবী।

এসময় সেমিনারে আগামী জাতীয় নির্বাচনে সকল ভোটারদের ভোট দেওয়ার প্রতি উৎসাহ প্রদান, নির্বাচনী পরিবেশ সুষ্ঠ করা এবং ভোটারদের ভোট দেওয়ার মনোভাব বৃদ্ধি করাসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন তারা।  

 

Bootstrap Image Preview