Bootstrap Image Preview
ঢাকা, ১২ মঙ্গলবার, আগষ্ট ২০২৫ | ২৮ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রোহিঙ্গাদের প্রত্যাবাসনের বিরুদ্ধে মিয়ানমারে বিক্ষোভ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০১৮, ১১:৫৭ AM
আপডেট: ২৬ নভেম্বর ২০১৮, ১১:৫৮ AM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


নির্যাতনের মুখে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের রাখাইনে ফিরিয়ে নেয়ার পরিকল্পনার বিরুদ্ধে বিক্ষোভ করেছে মিয়ানমারের বৌদ্ধ ভিক্ষুরা।

রবিবার রাখাইনের রাজধানী সিতওতে এ বিক্ষোভ হয়েছে। 

বৌদ্ধ সন্নাসীদের নেতৃত্বে প্রায় ১০০ জন ওই বিক্ষোভ শোভাযাত্রায় অংশ নেন। এসময় তারা লাল রঙের ব্যানার হাতে নিয়ে নানা ধরনের স্লোগান দিচ্ছিলেন তারা।

বৌদ্ধ ভিক্ষুদের এক নেতা সমাবেশে বলেন, ‘দেশের নিরাপত্তা রক্ষার দায়িত্ব এই জাতির সবার। বাঙালিদের (রোহিঙ্গা) গ্রহণ করলে আমাদের বা দেশের কোনো লাভ নেই।’

এ সময় রোহিঙ্গাদের দিকে ইঙ্গিত করে বৌদ্ধ ভিক্ষুরা মিয়ানমারে থাকা অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ এবং ‘পালিয়ে যাওয়া শরণার্থীদের’ দেশে ফিরিয়ে না আনার আহ্বান জানান।

গত সপ্তাহে মিয়ানমারের সেনাবাহিনীর হত্যা-নির্যাতন থেকে প্রাণে বাঁচতে পালিয়ে আসা রোহিঙ্গাদের প্রত্যাবাসন শুরুর কথা ছিল। তবে মিয়ানমার সরকার নাগরিকত্ব ও নিরাপত্তা নিশ্চিত না করলে ফিরে যেতে অস্বীকৃতি জানিয়েছে রোহিঙ্গারা। এর পরিপ্রেক্ষিতে সাময়িকভাবে রোহিঙ্গা প্রত্যাবাসন বন্ধ রাখা হয়েছে।

এর আগে সেনাবাহিনীর নৃশংস অভিযানের মুখে ২০১৭ সালের আগস্ট থেকে মিয়ানমার থেকে রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশের শরণার্থী শিবিরে আশ্রয় নেয়া শুরু করে। বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গারা জানায়, মিয়ানমারের সেনাবাহিনী নারীদের ধর্ষণ, তাদের স্বজনদের হত্যা ও বাড়িঘর পুড়িয়ে দিয়েছে। দশকের পর দশক জুড়ে চলা এসব সহিংসতার কারণে তারা দেশ ছাড়তে বাধ্য হয়েছে।

Bootstrap Image Preview