Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, আগষ্ট ২০২৫ | ১৪ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সাহিত্য অঙ্গনকে গতিশীল করতে গাইবান্ধায় লেখক ফোরাম গঠিত 

গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০১৮, ১২:২০ PM
আপডেট: ২৫ নভেম্বর ২০১৮, ১২:২২ PM

bdmorning Image Preview


গাইবান্ধার সাহিত্য অঙ্গনকে গতিশীল ও নতুন লেখক সৃষ্টির লক্ষ্যে কবি ইবনে সিরাজকে আহ্বায়ক ও মোদাচ্ছেরুজ্জামান মিলুকে সদস্য সচিব করে গাইবান্ধা লেখক ফোরামের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় গাইবান্ধা পৌর পার্ক চত্বরে এই কমিটি গঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কবি সরোজ দেব।

কমিটির সদস্যরা হলেন দেবাশিষ দাশ দেবু, অমিতাভ দাশ হিমুন, সিদ্দিক আলম দয়াল, খোন্দকার নিপন, রজত কান্তি বর্মণ, পিটু রশিদ, নিশাত পারভিন বন্যা, অদ্বিত্ব শাপলা, কিংশুক ভট্টাচার্য, শরিফা ইসলাম রানি, অঞ্জলী রানী দেবী ও শাহনাজ আমিন মুন্নি।

কমিটিতে উপদেষ্টা হিসেবে রয়েছেন অধ্যাপক মাজহারউল মান্নান, গোবিন্দ লাল দাশ, আবু জাফর সাবু, সুলতান উদ্দিন আহমেদ, মশিয়ার রহমান খান, কবি সরোজ দেব এবং অধ্যাপক জহুরুল কাইয়ুম। 

Bootstrap Image Preview