Bootstrap Image Preview
ঢাকা, ০৫ মঙ্গলবার, আগষ্ট ২০২৫ | ২০ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বিটেকের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

আবীর বসাক, বিটেক প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০১৮, ০৮:০৪ PM
আপডেট: ২৪ নভেম্বর ২০১৮, ০৮:০৪ PM

bdmorning Image Preview


টাঙ্গাইলের বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের (বিটেক) ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

শনিবার (২৪ নভেম্বর) বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কোর্সের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল বস্ত্র অধিদফতরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

বিটেক কর্তৃপক্ষ জানিয়েছে, আগামি ৯ ডিসেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত ক্যাম্পাসের রেজিস্ট্রেশন শাখায় মেধা তালিকায় চান্সপ্রাপ্তদের ভর্তি প্রক্রিয়া চলবে এবং আসন শূণ্য থাকা সাপেক্ষে ১৮ ডিসেম্বর অপেক্ষমান তালিকা থেকে ভর্তি করানো হবে।

উল্লেখ্য, শুক্রবার (২৩ নভেম্বর) বিটেক ক্যাম্পাসে ১১তম ব্যাচের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর চার বিভাগে (ইয়ার্ন, ফেব্রিক, ওয়েট প্রসেসিং, অ্যাপারেল) ১২০ আসনের বিপরীতে আবেদনকারীর সংখ্যা ছিল ৭৯৮ জন। উপস্থিত ছিল ৭০৮ জন পরীক্ষার্থী।

Bootstrap Image Preview