Bootstrap Image Preview
ঢাকা, ২৬ মঙ্গলবার, আগষ্ট ২০২৫ | ১০ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ভর্তি পরীক্ষায় যবিপ্রবি ছাত্রলীগের সেবামূলক কর্মকাণ্ড

আক্তার হোসেন, যবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০১৮, ১০:৩৯ AM
আপডেট: ২৪ নভেম্বর ২০১৮, ১০:৪০ AM

bdmorning Image Preview


যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গত ২২ ও ২৩ নভেম্বর অনুষ্ঠিত হয়েছে স্নাতক ভর্তি পরীক্ষা। আর এ ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে ভর্তি পরীক্ষাথীদের সাহায্য ও সহযোগিতা করার জন্য বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ গ্রহণ করেছিল অভিনব কিছু কার্যক্রম।     

তারই অংশ হিসেবে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়সহ শহরের আটটি কেন্দ্রে একাধিক বুথের মাধ্যমে ভর্তিচ্ছু  পরীক্ষার্থীদের তথ্য দিয়ে সাহায্য সহযোগিতা করে। ভর্তি পরীক্ষা কেন্দ্রে পরিক্ষাথীদের মোবাইল ফোনসহ সকল প্রকার ইলেকট্রনিক ডিভাইস পরিবহন নিষিদ্ধ ছিল। আর এটা নিয়ে পরীক্ষাথীদের ভোগান্তি কমাতে টোকেনের মাধ্যমে শিক্ষার্থীদের জিনিসপত্র জামানত রাখে।

ভর্তি পরীক্ষা চলাকালীন সময়ে শিক্ষার্থীরা যেন কোন ধরনের হয়রানির শিকার না হয় সেদিকে লক্ষ্য রাখে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

তাছাড়া দূর-দুরান্ত থেকে আগত শিক্ষার্থীদের শহীদ মশিয়ুর রহমান হল ও শেখ হাসিনা ছাত্রী হলে আবাসন ব্যবস্থা এবং অবিভাবকদের জন্য বসার ব্যবস্থা ছাত্রলীগের পক্ষ থেকে করা হয়। এছাড়াও যানজট নিরসন ও  শিক্ষার্থীদের সার্বিক সাহায্য সহযোগিতা প্রদানের জন্য সেচ্ছাসেবক টিম গঠন করে শাখা ছাত্রলীগ।

এ সম্পর্কে শেখ হাসিনা হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক হুমায়রা আজমিরা এরিন জানান, ছাত্রলীগ সম্পর্কে মানুষ যেন ইতিবাচক মনোভাব পোষণ করে সে সম্পর্কে আমরা নিরলস ভাবে পরিশ্রম করে যাচ্ছি। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে ছাত্রলীগে কাজ করার উৎসাহ পায় আমরা সেদিকে লক্ষ্য রেখে কাজ করছি। 

Bootstrap Image Preview