Bootstrap Image Preview
ঢাকা, ১২ মঙ্গলবার, আগষ্ট ২০২৫ | ২৮ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

এবার বিবিসির সম্পাদক অ্যাঞ্জেলিনা জোলি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০১৮, ০৯:২৪ PM
আপডেট: ২৩ নভেম্বর ২০১৮, ০৯:২৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


এবার সিনেমার চরিত্রে নয়, বাস্তবেই সম্পাদকের দায়িত্ব নিচ্ছেন খ্যাতিমান হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। বড়দিন উপলক্ষে একদিনের জন্য বিবিসির সম্পাদক হচ্ছেন তিনি।

জানা যায়, বিবিসি রেডিও ফোর-এর ‘টুডে’ অনুষ্ঠানটির জন্য কাজ করবেন জাতিসংঘের এই শরণার্থীবিষয়ক বিশেষ দূত।

বিবিসির পক্ষ থেকে আগামী ২৮ ডিসেম্বর অতিথি সম্পাদক হওয়ার এই আহ্বানকে ইতিবাচক হিসেবে দেখছেন জোলি। অনুষ্ঠানটিতে যুদ্ধক্ষেত্রে নারীদের ওপর চলা সহিংসতা ও বিশ্বব্যাপী শরণার্থী সংকট নিয়ে আলোচনার জন্য বেশ কয়েকজন শরণার্থী ও যুদ্ধ ফেরত মানুষকে আমন্ত্রণ জানাবেন তিনি।

জোলির এক মুখপাত্র জানিয়েছেন, ইতিমধ্যে অনুষ্ঠানটির জন্য বিবিসি রেডিওর কর্মীদের সঙ্গে প্রস্তুতি নিতে শুরু করেছেন তিনি। সাম্প্রতিক সংকটগুলো নিয়ে আলোচনার জন্য বিবিসির গ্রহণযোগ্য ও বিস্তৃত নেটওয়ার্ককে কাজে লাগানোর এই সুযোগ দেওয়ার জন্য বিবিসির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জোলি।

বিবিসি সূত্রে জানা যায়, বিশেষ দিনগুলোতে অতিথি সম্পাদক হিসেবে বিভিন্ন অঙ্গনের তারকা ও জনপ্রতিনিধিদের আমন্ত্রণ জানায় বিবিসির রেডিও ফোর। এ বছর এসব অনুষ্ঠানের মধ্য দিয়ে ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবে বিবিসি রেডিও ফোর।

এ বছর অতিথি সম্পাদক হিসেবে আরও থাকবেন ইতিহাসবিদ অ্যান্ড্রু রবার্ট, ঔপন্যাসিক কামিলা সামসি, নারীবাদী ব্লগার ছিদেরা এগুরে প্রমুখ।

প্রসঙ্গত, আগেও বিবিসির অতিথি সম্পাদক হিসেবে কাজ করেছেন অ্যাঞ্জেলিনা জোলি। শরণার্থী দিবস উপলক্ষে বিবিসি রেডিওর ‘উইমেন্স আওয়ার’ অনুষ্ঠানের বিশেষ এক আয়োজনে অতিথি সম্পাদক হয়েছিলেন তিনি।

Bootstrap Image Preview