Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নেতাকর্মীদের হুশিয়ারি দিয়েছেন এরদোগান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ নভেম্বর ২০১৮, ০৮:৫৪ PM
আপডেট: ২২ নভেম্বর ২০১৮, ০৮:৫৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


তুরস্কের ক্ষমতাসীন দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একে পার্টি) নেতাকর্মীদের হুশিয়ারি দিয়েছেন দলটির প্রধান ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান।

যেসব নেতাকর্মী দলের স্বার্থের চেয়ে নিজের স্বার্থকে বড় করে দেখেন তাদেরকে একে পার্টিতে স্থান দেয়া হবে না মন্তব্য করে এরদোগান বলেন, যারা দলীয় সিদ্ধান্তের প্রতি নাখোশ হবে অথবা অন্য উপায় খুঁজবে তারা কখনোই একে পার্টির অনুগত ছিল না বলে ধরে নেয়া হবে।

২০১৯ সালের মার্চ মাসের স্থানীয় নির্বাচনকে সামনে রেখে পার্লামেন্ট ভবনে দলীয় সংসদ সদস্যদের বক্তব্য দেয়ার সময় এরদোগান বলেন, একে পার্টি একটি জাতির বৃহত্তর স্বার্থভিত্তিক দল। ফলে যারা ব্যক্তিস্বার্থ দ্বারা পরিচালিত তাদের এই দলে কোনো স্থান নেই।

Bootstrap Image Preview