Bootstrap Image Preview
ঢাকা, ১১ রবিবার, মে ২০২৫ | ২৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রাজবাড়ীতে পুকুরে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির লাশ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ নভেম্বর ২০১৮, ০৫:৫৮ PM
আপডেট: ২১ নভেম্বর ২০১৮, ০৫:৫৮ PM

bdmorning Image Preview


রাজবাড়ী জেলা সদরের রামকান্তপুর ইউনিয়নে পুকুরে ভাসমান অবস্থায় অজ্ঞাত (৫৫) ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে মৃত ব্যক্তি মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন বলে জানা গেছে।

বুধবার (২১ নভেম্বর) দুপুর ১২টার দিকে রামকান্তপুর ইউপির ৩নং ওয়ার্ডের মো. জামালের পুকুর থেকে লাশটি দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।

রামকান্তপুর বাজারের স্থানীয় চা ব্যাবসায়ী মোহাম্মদ বলেন, গত কয়েকদিন ধরে এই লোকটি এলাকায় আসতো। সে পাগল প্রকৃতির। গ্রামের দোকানে দোকানে ঘুরে চা বিস্কুট খেয়েছে। গত মঙ্গলবার রাতেও তাকে বাজারে দেখা গেছে। বুধবার দুপুরে তার লাশ এলাকার পুকুরে ভাসতে দেখা যায়।

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। স্থানীয়দের কাছে খোঁজ নিয়ে জানা গেছে মৃত ব্যক্তিটি মানসিক ভারসাম্যহীন ছিল।

Bootstrap Image Preview