Bootstrap Image Preview
ঢাকা, ১৭ রবিবার, আগষ্ট ২০২৫ | ২ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

খাশোগি হত্যাকাণ্ড: নিশ্চুপ সৌদি বাদশা

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ২০ নভেম্বর ২০১৮, ০৪:৩৮ PM
আপডেট: ২০ নভেম্বর ২০১৮, ০৪:৩৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ইতোমধ্যে জামাল খাশোগি হত্যাকাণ্ডে আন্তর্জাতিকভাবে চাপের মুখে পড়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ-এর তরফ থেকে বলা হয়, জামাল খাশোগির হত্যাকাণ্ডের নির্দেশ সৌদি যুবরাজের। এছাড়াও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এ হত্যাকাণ্ডের শুরু থেকে যুবরাজের হাত রয়েছে বলে অভিযোগ করে আসছিল।

তবে সৌদি আরবের পক্ষ থেকে বরাবর বলা হয়, খাশোগির খুন হওয়ার ব্যাপারে সৌদি যুবরাজ কোনভাবেই জড়িত নেই।

এদিকে গতকাল সোমবার সৌদির সুরা কাউন্সিলে দেশটির বাদশা সালমান বিন আব্দুলাজিজ খাশোগি হত্যাকাণ্ডের ব্যাপারে নিশ্চুপ ছিলেন। তবে তিনি গতকাল বলেন, আমাদের প্রশাসন ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে সদা প্রস্তুত।

উল্লেখ্য, তুর্কি বান্ধবীর সাথে বিয়ের প্রয়োজনীয় কাগজ-পত্র আনতে গত ২ অক্টোবর ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে প্রবেশ করার পর নিখোঁজ হন ওয়াশিংটন পোস্ট পত্রিকার কলাম লেখক ও স্বেচ্ছা-নির্বাসিত সৌদি সাংবাদিক জামাল খাশোগি। এর ১৭ দিনের মাথায় সৌদি স্বীকার করে, কসন্যুলেটেই সাংবাদিক জামাল খাসোগিকে হত্যা করা হয়েছে।

খাশোগি দীর্ঘদিন ধরে গ্রেফতার এড়াতে যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন। সৌদি রাজতন্ত্রের কঠোর সমালোচক ছিলেন তিনি।

Bootstrap Image Preview