Bootstrap Image Preview
ঢাকা, ১৪ বুধবার, মে ২০২৫ | ৩১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদককে কুপিয়ে জখম 

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০১৮, ০৫:১৭ PM
আপডেট: ১৯ নভেম্বর ২০১৮, ০৫:১৭ PM

bdmorning Image Preview


মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হামিদুল্লাহ হামিদকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে দুর্বৃত্তরা।

গতকাল রবিবার রাত সাড়ে ৭ টার দিকে সিরাজদিখান উপজেলা বালুরচর বাজার সড়কে অজ্ঞাতনামা ২/৩জন তার উপর অতর্কিত হামলা চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সে উপজেলার বালুরচর ইউনিয়নের মোল্লাকান্দির মৃত মোহাম্মদ আলীর পুত্র।

জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হামিদুল্লাহ হামিদ জানান, আমি বাজারের সড়ক দিয়ে বাড়ী যাচ্ছিলাম। পিছন থেকে এসে কে বা কারা প্রথমে আমার ঘারে একটি বারি মারে পরে আমি পিছন দিকে ফিরে তাকাতেই ধারালো অস্ত্র দিয়ে মাথায় এবং পিঠে কোপ মারে। কোপের কারণে আমি অজ্ঞান হয়ে পরি। জ্ঞান ফিরে দেখি আমি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। আমি তাদের কাউকে চিনতে পারিনি।

সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মো. ফরিদ উদ্দিন জানান, এবিষয়ে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে। 

Bootstrap Image Preview