Bootstrap Image Preview
ঢাকা, ১২ মঙ্গলবার, আগষ্ট ২০২৫ | ২৭ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের দ্বিতীয় দিনের সাক্ষাৎকার চলছে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০১৮, ০২:১৭ PM
আপডেট: ১৯ নভেম্বর ২০১৮, ০২:১৭ PM

bdmorning Image Preview


গুলশানে বিএনপি চেয়ারপাসনের রাজনৈতিক কাযালয়ে একাদশ জাতীয় সংসদ নিবাচনের মনোনয়ন প্যত্যাসীদের সাক্ষাৎকার ২য় দিনের মতো চলছে।

সোমবার (১৯ নভেম্বর)  বেলা ১.৪০ এ বরিশাল বিভাগের মনোনয়নয় প্রত্যাশীদের সাক্ষাতকার গ্রহণ শেষ হয়। এর কিছুক্ষন পরই খুলনা বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাতকার গ্রহণ শুরু হয়েছে। এর আগে সকাল ১০ টা থেকে শুরু হয় মনোনয়ন প্রত্যসীদের সাক্ষাতকার গ্রহণ।

আগের দিনের মতো আজ সোমবারও মনোনয়ন বোর্ডে আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। চলবে ২১ নভেম্বর (বুধবার) পর্যন্ত।

মঙ্গলবার (২০ নভেম্বর) চট্টগ্রাম, কুমিল্লা ও সিলেট বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হবে। শেষদিন বুধবার নেওয়া হবে ময়মনসিংহ, ফরিদপুর ও ঢাকা বিভাগের সাক্ষাৎকার।

রবিবার রংপুর ও রাজশাহী বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হয়। লন্ডন থেকে ভিডিও কনফারেন্সে এই সাক্ষাৎকার প্রক্রিয়ায় যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান।

Bootstrap Image Preview