Bootstrap Image Preview
ঢাকা, ১১ রবিবার, মে ২০২৫ | ২৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ভৈরবে স্বর্ণকারের ঝুলন্ত লাশ উদ্ধার

রাজীবুল হাসান , ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি 
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০১৮, ০১:১৫ PM
আপডেট: ১৬ নভেম্বর ২০১৮, ০১:১৫ PM

bdmorning Image Preview


কিশোরগঞ্জের ভৈরবে হৃদয় দেবনাথ (২৫) নামে এক স্বর্ণকারের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার ভৈরব থানার উপ পরিদর্শক মো: শহিদুল্লাহ উপজেলার লুন্দিয়া শীতল বাজারের কাছে কাঁঠাল গাছ থেকে লাশ উদ্ধার করে। সে উপজেলার রাজনগর গ্রামের ধনরাজ দেবনাথের ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, লুন্দিয়া শীতলপাটি বাজারে রাজ শিল্পালয় নামে হৃদয় দেবনাথের একটি স্বর্ণালংকার তৈরির দোকান ছিল। গতকাল বুধবার সন্ধ্যায় হৃদয় বাড়িতে ফোন করে জানান ফিরতে দেরি হবে। রাতে সে বাড়ি আসেনি। বৃহস্পতিবার সকালে তাঁর ঝুলন্ত লাশ দেখে স্থানীয়রা থানায় খরব দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

ভৈরব থানার অফিসার ইনচার্জ মো:মোখলেছুর রহমান জানান, ঘটনাস্থল থেকে ঝুলন্ত অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। এটা হত্যা না আত্মহত্যা  তা ময়নাতদন্তের পর জানা যাবে।  
 

Bootstrap Image Preview