Bootstrap Image Preview
ঢাকা, ০৪ সোমবার, আগষ্ট ২০২৫ | ২০ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ঢাকায় যাওয়ার জন্য বায়না, বাধা দেওয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা  

জাহিদ রিপন, পটুয়াখালী প্রতিনিধি 
প্রকাশিত: ১৪ নভেম্বর ২০১৮, ০৫:০২ PM
আপডেট: ১৪ নভেম্বর ২০১৮, ০৫:০২ PM

bdmorning Image Preview


মেয়েটি ঢাকায় যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিল। কিন্তু মা যেতে বাধা দেওয়া ঘরের দরজা বন্ধ করে আড়ার সাথে গলায় ওড়না পেছিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে সুখি (১২) নামে এক স্কুলছাত্রী।

আজ বুধবার বেলা সাড়ে ১১টায় ফাঁস লাগানো অবস্থায় লাশটি উদ্ধার করেছে কলাপাড়া থানা পুলিশ। সুখী বরগুনার আমতলী উপজেলার আমরাগাছিয়া গ্রামের দিনমজুর সেরাজুল ফকিরের মেয়ে। সেরাজুল কলাপাড়া পৌর শহরের রহমতপুর এলাকায় ভাড়াটিয়া বাসায় থাকতেন।

নিহতের পরিবার ও প্রতিবেশীদের সূত্রে জানা যায়, সুখি ঢাকার পাগাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণীর ছাত্রী।

কলাপাড়া থানা ওসি (তদন্ত) আলী আহম্মেদ জানান, লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হবে।

Bootstrap Image Preview