Bootstrap Image Preview
ঢাকা, ১০ রবিবার, আগষ্ট ২০২৫ | ২৬ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

১৫ নভেম্বর রনির বিয়ে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ নভেম্বর ২০১৮, ১১:১৩ AM
আপডেট: ১৩ নভেম্বর ২০১৮, ১১:১৫ AM

bdmorning Image Preview


বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন জাতীয় দলের ক্রিকেটার আবু হায়দার রনি। দীর্ঘ সাড়ে ছয় বছর সাদিয়া প্রমার সঙ্গে চুটিয়ে প্রেম করার পর আগামী ১৫ নভেম্বর বিবাহ করতে যাচ্ছেন দুজনে।দুই পরিবারের সম্মতিতেই ১৫ নভেম্বর দুই জনের কাবিন হওয়ার পর ১৬ নভেম্বর রাজধানীর শ্যামলীতে সামাজিক আনুষ্ঠানিকতা পালন হবে। 

সামাজিক গণমাধ্যমে নিজের বিবাহের কথাটি নিশ্চিত করে রনি জানান, ‘সাড়ে ছয় বছরের বেশি সময় ধরে সম্পর্ক। পারিবারিকভাবেই পরিণতি পেয়েছে। জিম্বাবুয়ে সিরিজ শেষে একটু ছুটি পেয়েছি। এই সুযোগেই শুভ কাজটা হচ্ছে। ১৫ তারিখ বিয়ে পড়ানো হবে। আর ১৬ তারিখ শ্যামলিতে হবে অনুষ্ঠান।’

কাবিন নামার আগে বিগত ১১ নভেম্বর রনি ও প্রমার 'গায়ে হলুদ' অনুষ্ঠার সম্পন্ন হয়। যার বেশ কয়েকটি ছবি তারা নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে আপলোড দিয়েছেন। 

প্রমা বিজেএমই ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে ফ্যাশন ডিজাইনিংয়ে অধ্যয়নরত। অন্যদিকে চলতি জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলেছেন রনি।এর আগে আবু ধাবিতে অনুষ্টিত হওয়া এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে তার ওয়ানডে অভিষেক হয়েছিল। আর ২০১৬ সালের জানুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে অভিসেক হয় রনির।

 

Bootstrap Image Preview