Bootstrap Image Preview
ঢাকা, ১২ মঙ্গলবার, আগষ্ট ২০২৫ | ২৭ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সালথার গট্টি উচ্চ বিদ্যালয়ে বিনা প্রতিদ্বন্দ্বীতায় সভাপতি নির্বাচিত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ নভেম্বর ২০১৮, ০৬:৫৪ PM
আপডেট: ১২ নভেম্বর ২০১৮, ০৬:৫৭ PM

bdmorning Image Preview


আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সালথা উপজেলার গট্টি উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচিত হয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ওদুদ মাতুব্বার।

আজ রবিবার সভাপতি পদে অন্য কোন প্রার্থী না থাকায় সকাল ১১টায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলতাপ হোসেন জানান, গত ৬ নভেম্বর বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচনে সদস্য পদে ইয়াকুব মাতুব্বার, মনিরুজ্জামান মনির, খন্দকার রাজু মিয়া, মঙ্গল ফকির ও মহিলা সংরক্ষিত আসনের সদস্য সাজেদা বেগম বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন।

নব-নির্বাচিত ম্যানেজিং কমিটির সদস্যদের উপস্থিতিতে, মো. ওদুদ মাতুব্বার বিনা প্রতিদ্বন্দ্বীতায় সভাপতি নির্বাচিত হন। এদিকে ওদুদ মাতুব্বার বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হওয়ায় শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে আনন্দ বিরাজ করছে। 

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবুল খায়ের বলেন, নব-নির্বাচিত সদস্যদের উপস্থিতিতে সভাপতি পদে অন্যকোন প্রার্থী না থাকায় মো. ওদুদ মাতুব্বার নির্বাচিত হয়েছেন।

 

Bootstrap Image Preview