Bootstrap Image Preview
ঢাকা, ০৪ সোমবার, আগষ্ট ২০২৫ | ২০ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

শাবি প্রেসক্লাবের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

শাবি প্রতিনিধি
প্রকাশিত: ১২ নভেম্বর ২০১৮, ০১:০৯ PM
আপডেট: ১২ নভেম্বর ২০১৮, ০১:০৯ PM

bdmorning Image Preview


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের নতুন কমিটির অভিষেক সম্পন্ন হয়েছে।

গতকাল রবিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের একাডমিক ভবন সি এর পরিসংখ্যান বিভাগের গ্যালারিতে এ অভিষেক অনুষ্ঠিত হয়। 

শাবি প্রেসক্লাবের নবগঠিত কমিটির সভাপতি জিয়াউল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জুনেদ আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন শাবি ভিসি অধ্যাপক ফরিদ উদ্দীন আহমদ। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাবি কােষাধ্যক্ষ অধ্যাপক ড. মা. ইলিয়াস উদ্দীন বিশ্বাস, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. রাশেদ তালুকদার, সিলেট প্রেসক্লাবর সভাপতি মাে. ইকরামুল কবির, সিলট জেলা প্রেসক্লাবের সভাপতি তাপস দাস পুরকায়স্ত উপস্থিত ছিলেন। 

জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরবর্তীত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ বাংলাদশর অর্জনের সাথে জড়িত প্রতিটি শহীদর প্রতি সম্মান জানিয়ে একমিনিট নিরবতা পালন করা হয়। পর অতিথিদের হাতে সম্মাননা তুলে দেয়া হয়।

প্রধান অতিথির বক্ত্যবে শাবি উপাচার্য  অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদ বলেন, বিশ্ববিদ্যালয়কে মানুষর কাছে তুলে ধরার মহান দায়িত্ব পালন করছেন শাবি প্রেসক্লাবের সদস্যরা। বিশ্ববিদ্যালয়র সমদ্ধির জন্য ইতিবাচক খবরের পাশাপাশি যে কােনা ধরনের সমালােচনা প্রেসক্লাবর সদস্যরা তুলে আনবে এমনটাই প্রত্যাশা করি। তিনি বলেন, সাংবাদিকরা অন্যায়ের বিরুদ্ধে লিখবে কাউকে ভয় পাওয়ার কিছু নেই।

বিশেষ অতিথির বক্ত্যবে কােষাধ্যক্ষ অধ্যাপক ইলিয়াস উদ্দিন বিশ্বাস বলন, বঙ্গবন্ধু থেকে শুরু করে শ্রেষ্ঠ বাঙ্গালীরা সংবাদপত্রের সাথে সংযুক্ত ছিলন। এ মহান পেশাকে গুরুত্বর সাথে বহন করার পরামর্শ দেন তিনি।

বিশেষ অতিথি সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক উত্তরপূর্বের বার্তা সম্পাদক তাপস দাস পুরকায়স্ত বলেন, শাবি সমগ্র সিলটবাসীর কাছে খুবই আবেগের জায়গা। আর এ  জায়গাকে রক্ষা করার দায়িত্ব সবার। এসময় তিনি শাবির অর্জনকে আরাে বেশী করে তুলে ধরার আহ্বান জানান।  

সিলেট প্রেসক্লাবের সভাপতি ও সময় টিভির সিলেট ব্যুরাে প্রধান ইকরামুল কবির বলেন, শাবি প্রেসক্লাবের বিগত সবাই অত্যন্ত ভালাে জায়গায় আছেন যা আমাদের জন্য গর্বস্বরুপ। বর্তমান সাংবাদিকরা আধুনিক, শিক্ষিত ও ইতিবাচক মনাভাবাপন্ন, যা দেশর সামগ্রিক সাংবাদিকতাকে এগিয়ে নিচ্ছে।

অভিষেক অনুষ্ঠানে আরাে বক্তব্য রাখেন আইকিউএসি এর পরিচালক অধ্যাপক ড. আব্দুল আওয়াল বিশ্বাস, সহকারী অধ্যাপক মা. সামিউল ইসলাম, জাহিদ হাসান, সরকার সােহেল রানা, জাভেদ কায়সার ইবনে রহমান, প্রভাষক আশীষ কুমার বণিক, শাবি অফিসার্স এসাসিয়শনের সভাপতি খন্দকার ড. মুমিনুল হক, শাবি প্রেসক্লাবের সাবক সাধারণ সম্পাদক ফয়জুল্লাহ ওয়াসিফ প্রমুখ।

সমাপনী বক্তব্যে সভাপতি জিয়াউল ইসলাম সবাইক ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন, বিভিন্ন সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও  শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব নীতির প্রশ্নে আপাষহীন ভাবে কাজ করছে, যার ফল সাধারণ শিক্ষার্থীদর আস্থার জায়গায় পরিণত হয়েছে। তিনি বলেন, একটি সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন ও গতিশীল বিশ্ববিদ্যালয় গড়তে ক্লাবের সবাই কাজ করে যাচ্ছে।

উল্লখ্য, গত ৪ অক্টােবর শাবি প্রেসক্লাবের ১৫ তম কার্যনির্বাহী কমিটির নির্বাচন ও নতুন কমিটি গঠন করা হয়।

Bootstrap Image Preview