Bootstrap Image Preview
ঢাকা, ১২ মঙ্গলবার, আগষ্ট ২০২৫ | ২৮ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ট্রেনে ধূমপানের প্রতিবাদ করায় গর্ভবতী নারীকে খুন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ নভেম্বর ২০১৮, ১১:২৭ AM
আপডেট: ১১ নভেম্বর ২০১৮, ১১:২৭ AM

bdmorning Image Preview


ভারতের পাঞ্জাব-বিহার জালিয়ানওয়ালা এক্সপ্রেস ট্রেনে ধূমপান করছিলেন এক যাত্রী। এ ঘটনার প্রতিবাদ করায় এক গর্ভবতী নারীকে প্রকাশ্যে হত্যা করেছে ওই যাত্রী।

পুলিশ জানিয়েছে, পূজা উপলক্ষে পরিবারের সঙ্গে বিহারে যাচ্ছিলেন চিনাত দেবী (৪৫) নামের এক নারী। তারা পাঞ্জাব-বিহার জালিয়ানওয়ালা এক্সপ্রেসের জেনারেল কামরায় উঠেছিলেন। ট্রেন যখন মাঝপথে সোনু যাদব নামে এক সহযাত্রী কামরার মধ্যেই ধূমপান শুরু করে।  সোনুকে ধূমপান বন্ধ করতে বলেন চিনাত দেবী। আর তাতেই রেগে যায় সোনু। এ নিয়ে দু’জনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে যায়। এক পর্যায়ে সকলের সামনে চিনাত দেবীর ওপর চড়াও হয় সোনু; তাকে গলা টিপে ধরে। এতে জ্ঞান হারিয়ে ফেলেন চিনাত দেবী।

ট্রেন শাহজাহানপুরে পৌঁছালে চিনাত দেবীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ট্রেনের অন্য যাত্রীরা সোনুকে পুলিশের হাতে তুলে দেন।

Bootstrap Image Preview