বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্যসেবা বিভাগের উপ-সচিব (মানব সম্পদ) সাবিনা আলম।
শনিবার (১০ নভেম্বর) দুপুর ১টার দিকে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা নিতে আসা রোগীদের সেবার মান, ঔষধ বিতরণ, অপারেশন থিয়েটার, রোগীদের খাবারের মানসহ নানা বিষয়ে খোঁজ-খবর নেন।
পরিদর্শন শেষে সংক্ষিপ্ত এক আলোচনা সভায় তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার ও স্টাফদের উদ্দেশ্যে বলেন, রোগীদের নিজের বাড়ির লোকজনের মত দেখতে হবে। কর্মক্ষেত্রে কাজের গুরুত্ব বাড়ানোর পাশাপাশি সেবা নিতে রোগীদের নিয়মত অনুযায়ী ঔষধপত্র প্রদান, খাবার ও নিয়মিত খোজ খবর নেয়ার জন্য বলেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সেবার মান নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন তিনি।
এ সময় ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের শিশু কনসালটেন্ট ডা. শাহজাহান নেওয়াজ, বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফিরোজ জামান জুয়েল, ঠাকুরগাঁও সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নাদিরুল আজিজ চপল, বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের সভাপতি এন এম নুরুল ইসলাম, বালিয়াডাঙ্গী অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়শনের সভাপতি আল মামুন জীবনসহ হাসপাতালের ডাক্তার, নার্স ও অন্যান্য স্টাফরা উপস্থিত ছিলেন।