Bootstrap Image Preview
ঢাকা, ২৬ মঙ্গলবার, আগষ্ট ২০২৫ | ১০ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ভর্তিচ্ছুদের সহায়তায় কুবি ছাত্রলীগের ‘জয়বাংলা বাইক সার্ভিস’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ নভেম্বর ২০১৮, ১০:০২ PM
আপডেট: ০৯ নভেম্বর ২০১৮, ১০:০২ PM

bdmorning Image Preview


কুবি প্রতিনিধিঃ

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ভর্তিচ্ছুদের সহায়তায় ছাত্রলীগের উদ্যোগে ‘জয় বাংলা বাইক সার্ভিস’ সেবা দেওয়া হয়েছে। ভর্তিচ্ছুদের সার্বক্ষণিক সহায়তা দেওয়ার জন্য ২০টি বাইক ভাড়া করে পরীক্ষাচলাকালীন এ সেবা দেয় শাখা ছাত্রলীগ।

শুক্রবার (৯ নভেম্বর) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের 'বি' ইউনিটের পরীক্ষা দিতে এসে মেহেরুন্নেছা মিশু নামের এক শিক্ষার্থী ভূলক্রমে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের পরিবর্তে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে চলে আসে। পরে তাকে সার্ভিসটি সঠিক কেন্দ্রে পৌঁছে দেয় তারা। এরকম মোট ১০ জন শিক্ষার্থীকে সহায়তা করেছে সার্ভিসটি।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল ইসলাম মাজেদ বলেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অনেকেই কেন্দ্র ভূল করে ভূল কেন্দ্রে চলে আসে। তাদের কথা চিন্তা করেই আমরা এই সার্ভিস চালু করেছি। এবারের ভর্তি পরীক্ষায় আমাদের মোট ২০টি বাইক সার্ভিসে কাজ করেছে।

Bootstrap Image Preview