Bootstrap Image Preview
ঢাকা, ০৩ রবিবার, আগষ্ট ২০২৫ | ১৯ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

এক দিনে তিনবার লটারি জিতেছেন তিনি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ নভেম্বর ২০১৮, ০৮:৫৬ PM
আপডেট: ০৯ নভেম্বর ২০১৮, ০৮:৫৬ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


ভাগ্যবান বললেও বোধ হয় কম বলা হয়। তিনি লটারি কেনেন। আবার জিতেও যান। তিনি নিউ জার্সির রবার্ট স্টুয়ার্ট। মাস কয়েক আগের কথা। জ্যাকপট স্ক্র্যাচ কার্ড লটারি গেমে অংশ নেন অবসরপ্রাপ্ত কর্মী রবার্ট। তাতে জিতে যান পাঁচ মিলিয়ান মার্কিন ডলার।

সেই খবর পাওয়ার পরই এক রকম নাচতে নাচতে গিয়ে স্থানীয় দোকান থেকে আরো দু'টি কার্ড কেনেন তিনি। তাতে আবারো জয়। এবার অবশ্য অঙ্কটা তত বড় নয়। ৩৬ হাজার টাকা এবং অন্যটিতে সাত হাজারের মতো টাকা জেতেন।

গত ২ অাগস্ট এই লটারি জেতেন রবার্ট। নভেম্বরে তাদের প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নিউ জার্সি লটারি। তাতেই রবার্টের লটারি জয়ের খবর প্রকাশ্যে আসে।

তবে এই প্রথম নয় এর আগেও এমন লটারি জয়ের নজির রয়েছে রবার্টের। এর আগে তার সব থেকে বেশি অঙ্কের লটারি জয় ছিল আড়াই হাজার মার্কিন ডলারের।

কী করবেন এতো টাকা দিয়ে? রবার্ট জানাচ্ছেন, পরিবার ও বন্ধুদের সাহায্যে এই টাকা খরচ করতে চান।

Bootstrap Image Preview