Bootstrap Image Preview
ঢাকা, ১২ মঙ্গলবার, আগষ্ট ২০২৫ | ২৮ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

কালা জাদুর জন্যই বাবানের স্ত্রীর গায়ে র‌্যাশ বের হয়!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ নভেম্বর ২০১৮, ০৭:৫০ PM
আপডেট: ০৯ নভেম্বর ২০১৮, ০৭:৫০ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


এক নারীকে ধরে বেধড়ক মারধর করছে গ্রামের মানুষজন। খবর পেয়ে ছুটে যান ওই নারীর স্বামী। রেহাই মেলেনি তারও। গ্রামবাসীদের মারে মৃত্যু হয় দু’জনেরই।

ঘটনাটি ঘটেছে ভারতের পুণে থেকে প্রায় ৫০ কিমি দূরের ছোট্ট গ্রাম আয়ুন্ধে। পুলিশ বলছে, ওই নারী কালা জাদুর চর্চা করে বলে সন্দেহে তার উপর চড়াও হন স্থানীয়রা। বৃহস্পতিবার ওই নারীকে মারধর করেন স্থানীয়রা। মৃত নারীর নাম লিবানি নাভাসু মুকানা (৪৭) এবং তার স্বামীর নাম নাভাসু কুনাজি মুকানা (৫৫)।

এ ঘটনায় পুলিশ জাইতু বোরকার এবং বাবান মুকানা নামে দু’জনকে গ্রেপ্তার করেছে। সন্দেহ জাইতুর মেয়ের উপর কালা জাদু প্রয়োগ করেছিলেন লিবানি। বাদ যাননি বাবানের স্ত্রীও। তাদের অভিযোগ, দিন কয়েক আগেই কালা জাদুর জন্যই বাবানের স্ত্রীর গায়ে র‌্যাশ বের হয়।

থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অরবিন্দ চৌধুরী বলেন, বিষয়টির তদন্ত শুরু হয়েছে। দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি অভিযুক্তদের আটকের ব্যাপারে অভিযান অব্যাহত আছে।

Bootstrap Image Preview