Bootstrap Image Preview
ঢাকা, ০১ মঙ্গলবার, জুলাই ২০২৫ | ১৭ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রবিবার আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভা

বিডিমর্নিং ডেস্ক-
প্রকাশিত: ০৮ নভেম্বর ২০১৮, ১০:৫৫ PM
আপডেট: ১৭ নভেম্বর ২০১৮, ০৮:১২ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


আগামী রবিবার (১১ নভেম্বর) আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (৮ নভেম্বর) রাতে দলটির দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবিবার বিকাল সাড়ে ৩টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হতে যাওয়া সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও সংসদীয় বোর্ডের সভাপতি শেখ হাসিনা।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদীয় বোর্ডের সম্পাদক ওবায়দুল কাদের সংশ্লিষ্ট সবাইকে সভায় যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।

এর আগে আজ বৃহস্পতিবার সন্ধায় জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা জাতীয় একাদশ নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

আগামী ২৩ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৯ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ২২ নভেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ নভেম্বর।'

Bootstrap Image Preview