Bootstrap Image Preview
ঢাকা, ০২ শনিবার, আগষ্ট ২০২৫ | ১৮ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

পোড়ামাটি

বিডিমর্নিং ডেস্ক-
প্রকাশিত: ০৮ নভেম্বর ২০১৮, ০৩:০৫ PM
আপডেট: ০৮ নভেম্বর ২০১৮, ০৩:০৫ PM

bdmorning Image Preview


আরিফ চৌধুরী শুভ।।

জলের ভেতর জল দেখি
আলোর ভেতর আলো,
নিজের ভেতর নিজকে খুঁজি
ভাবছি কে আজ ভালো?

রঙিন রসে রক্ত দেখি
অন্ধকারে কালো,
জীবন দেখি পোড়ামাটি
মরণ দেখি ভালো।

লাশের ভেতর সত্য দেখি
বাঁশের ভেতর খালি,
গাধার খুরে ঘোড়ার চলন
উড়ছে মরুর বালি।

চোখের ভেতর চোখ দেখি না
মনের ভেতর মন
জলের সাথে  তেল মেখে
ভাবছি এই জীবন।

মগবাজার// টিএন্ডটি কলোনী//০১.০৯.১০১৪

Bootstrap Image Preview