Bootstrap Image Preview
ঢাকা, ২৬ মঙ্গলবার, আগষ্ট ২০২৫ | ১১ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

লাখ টাকায় বাঁচতে পারে শিশু ফারজানা

বিডিমর্নিং ডেস্ক-
প্রকাশিত: ০৮ নভেম্বর ২০১৮, ১২:৩৬ PM
আপডেট: ০৮ নভেম্বর ২০১৮, ১২:৩৬ PM

bdmorning Image Preview


সাত বছরের মেয়ে ফারজানা বেগম। এই বয়সে খেলার কথা। স্কুলে যাবার কথা কিন্তু তাকে এখন চিন্তা করতে হচ্ছে সে বাঁচবে কি না? তাই পৃথিবীতে বেঁচে থাকার জন্যে সকলের নিকট তার আবেদন।

মৌলভীবাজারের কুলাউড়ার হিংগাজিয়া (গাজীপুর) গ্রামের দিনমজুর জবেদ আলীর মেয়ে শিশু ফারজানা।ওর হৃৎপিণ্ড ছিদ্র হয়ে গেছে।

চিকিৎসক জানিয়েছেন, শিশুটির খুব দ্রুত অস্ত্রোপচার প্রয়োজন। এ জন্য প্রায় তিন লাখ টাকা প্রয়োজন। কিন্তু অনেক চেষ্টা করেও পুরো টাকা জোগাড় করতে পারেননি জবেদ আলী। বিভিন্নজনের কাছ থেকে মাত্র ৩৪ হাজার টাকা সাহায্য পেয়েছেন। এ অবস্থায় মেয়ের চিকিৎসার জন্য সমাজের বিত্তবানদের কাছে সহযোগিতা চেয়েছেন তিনি।

কেউ সহযোগিতা করতে চাইলে ফারজানার চাচার বিকাশ নম্বর ০১৭৩৪৫৯৫৫০৫ ও মায়ের মোবাইল নম্বর ০১৭৭১৮৭৮৩৬৯-তে যোগাযোগের অনুরোধ করা হয়েছে। 

Bootstrap Image Preview