Bootstrap Image Preview
ঢাকা, ১২ মঙ্গলবার, আগষ্ট ২০২৫ | ২৮ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রামদেবের মন্তব্যে সমালোচনার ঝড়

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ০৪ নভেম্বর ২০১৮, ০৬:৪৬ PM
আপডেট: ০৪ নভেম্বর ২০১৮, ০৬:৪৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


গত  রবিবার এক আলোচনা সভায় ভারতের যোগগুরু রামদেব বলেন, আমার মতো অবিবাহিতদের সম্মান জানানো উচিত, আর যাঁদের দুটির বেশি সন্তান, তাঁদের ভোটাধিকার কেড়ে নেওয়া দরকার।

রামদেব নিজের সংস্থার ব্যানারে আয়োজিত যোগপীঠ নামক এক জমায়েতে বলেন, ‘আমার মতো যারা বিয়ে করেনি, তাঁদের সম্মান করা উচিত দেশের। আর বিয়ে করলেও, যদি কেই দুটির বেশি সন্তানের জন্ম দেয়, তাহলে তাঁর ভোটাধিকার কেড়ে নেওয়া উচিত’।

রামদেব এবারই প্রথম এমন বিতর্কিত মন্তব্য করলেন তা নয়। ৫২ বছরের এই যোগগুরু অতীতেও এ বিষয়ে নিজের ‘গর্ব’ প্রকাশ করেছেন। তিনি বলেছিলেন, ‘মানুষ সারা জীবন নিজের পরিবারের জন্য খেটে যায়। অথচ আমায় দেখুন, আমার স্ত্রীও নেই, সন্তানও নেই। তবুও আমি বহাল তবিয়তে রয়েছি…’। তবে, পরিবারের দায়িত্ব সামলানোও যে খুব সহজ কাজ নয়, সে কথা স্বীকার করে নিয়েছেন রামদেব।

এদিন রামদেব আরও বলেন, ‘আমি ঝুটঝামেলা (সংসারের দায়) নিতে চাইনি। আমি বরং ব্র্যান্ড তৈরি করেছি…আর আজ যদি আমার সন্তান থাকত, তাহলে তারা সংস্থার অধিকার দাবি করত। সেক্ষেত্রে আমায় বলতে হত, সংস্থা তাদের বাবার সম্পত্তি নয়, এটি সমগ্র দেশের সম্পদ’।

রামদেবের এই মন্তব্যকে কেন্দ্র করে ইতমধ্যেই সোশ্যাল নেটওয়ার্কে সমালোচনার ঝড় উঠেছে। যদিও রামদেব তাতে কোনও নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেননি।

Bootstrap Image Preview