Bootstrap Image Preview
ঢাকা, ০৫ মঙ্গলবার, আগষ্ট ২০২৫ | ২১ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রূপচর্চায় যেভাবে ব্যবহার করবেন তেজপাতা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ নভেম্বর ২০১৮, ০৩:৫১ PM
আপডেট: ০৩ নভেম্বর ২০১৮, ০৩:৫১ PM

bdmorning Image Preview


রান্নায় স্বাদ ও সুগন্ধ বাড়াতে অনেকেই খাবারে তেজপাতা ব্যবহার করেন। তবে শুধু রান্নায় নয়, ভেষজ এই পাতায় রয়েছে স্বাস্থ্যকর বেশ কয়েকটি গুণ। এ ছাড়া রূপচর্চার ক্ষেত্রেও তেজপাতা খুব গুরুত্বপূর্ণ।

চলুন তাহলে জেনে নেওয়া যাক রূপচর্চার ক্ষেত্রে কী কী কাজে আসতে পারে তেজপাতা।

১. শুকনো তেজপাতার গুড়ার সঙ্গে টক দই মিশিয়ে নিন। মাথায় খুশকি থাকলে এই প্যাক নিয়মিত লাগান। পরে শ্যাম্পু করে নিন। মাথায় খুশকি কমে যাবে।

২. এক বাটি পানি নিয়ে তার মধ্যে কয়েকটি তেজপাতা ফোটান। ১০ মিনিট ফুটিয়ে নিয়ে পানি ছেঁকে নিন। সেই পানি দিয়ে নিয়মিত মুখ ধুয়ে নিন। এতে মুখের ব্রণ দূর হয়।

৩. দাঁতে হলুদভাব দূর করে তেজপাতা। পেস্টের সঙ্গে তেজপাতা বাটা  মিশিয়ে তা দিয়ে দাঁত মাজুন। দেখবেন কয়েকদিনের দিনের মধ্যে দাঁত হয়ে উঠবে ঝকঝকে সাদা।

৪. পানিতে দিয়ে তেজপাতা সিদ্ধ করুন। শ্যাম্পু করার পর সেই পানি দিয়ে চুল ধুয়ে নিন। এই মিশ্রণটি চুলের কন্ডিশনার হিসেবে কাজ করে।

৫. বাটা তেজপাতার সঙ্গে টক দই মিশিয়ে হাতে ও ত্বকে লাগালে কালো ছোপ দূর হয়।

Bootstrap Image Preview